Hoverable Dropdown

Move the mouse over the button to open the dropdown menu.

Bengali_Class VII

প্রশ্ন:-"আজ মনে পড়েছে আমার ছেলেবেলাকার সন্ধ্যে বেলা" কোন গল্পঃ থেকে উধৃত অংশটি নেওয়া হয়েছে?
কবির ছেলেবেলাকার সন্ধ্যে বেলা কেমন ছিল? 
উত্তর: আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গ্রন্থের প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। 
কবির ছেলেবেলার সন্ধ্যে বেলা মেঘে ঢাকা ছিল। খুব বৃষ্টি হচ্ছিলো। গাছগুলো বোকার মত জবুস থবুস হয়ে দাঁড়িয়ে ছিলো। পাখিদের ডাক পাওয়া যাচ্ছিলো না।
প্রশ্ন:- "তখন আমাদের এই সময়টা কাটত চাকরদের মহলে? এই গল্পে "তখন" কোন সময়টাকে বলা হয়েছে?
উত্তর: আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গ্রন্থের তৃতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এই গল্পে কবিগুরুর ছেলেবেলার কথা বলা হয়েছে 
প্রশ্ন:- এই গল্পে সেজদা কি বলেছিলেন?
উত্তর: এই গল্পে সেজদা বলেছিলেন "আগে চাই বাংলা ভাষার গাঁথুনি তারপর ইংরেজি শেখার পতন।
প্রশ্ন - নবাবি জবানিতে চার নকর দের মহল কে কি বলা হত?
উত্তর:- নবাবি জবানিতে চাকর- নকর দের মহল কে বলা হত তশাখানা বা দপ্তরখানা।

No comments:

Post a Comment