Hoverable Dropdown

Move the mouse over the button to open the dropdown menu.

BENGALI PART-II


মহিষাসুর

প্র:- দূর্গাপুজোর সময় মন্ডপে মন্ডপে ঘুরে যখন প্রতিমা দেখ, তখন কি দেখছ ?
উ:- দূর্গাপুজোর সময় মন্ডপে মন্ডপে ঘুরে যখন আমরা প্রতিমা দেখি তখন আমরা দেখেছি যে মা দূর্গা সিংহের পিঠে চড়ে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছে|

প্র:- গল্পে যে দেবীর কথা বলা হয়েছে তিনি কে ?
উ:- গল্পে যে দেবীর কথা বলা হয়েছে তিনি মা দূর্গা |

প্র:- এই গল্পে একটা ভয়ংকর কি ছিল ?
উ:- এই গল্পে একটা মহিষাসুর ছিল |

প্র:- এই গল্পে কে মোষ বা মহিষ সেজে ঘুরে বেড়াত ? তাকে সবাই কি বলে ডাকত?
উ:- এই গল্পে একটা ভয়ঙ্কর অসুর ছিল সে মহিষ বা মোষ সেজে ঘুরে বেড়াত| তাকে সবাই মহিষাসুর বলে ডাকত|

প্র:- দেবতারা কিছুতেই কার সঙ্গে এঁটে উঠতে পারত না ?
উ:- দেবতারা কিছুতেই মহিষাসুরের সঙ্গে এঁটে উঠতে পারত না |

প্র:- এক নাগারে একশ বছর ধরে কাঁরা কার সঙ্গে যুদ্ধ করলেন ?
উ:- এক নাগারে একশ বছর ধরে দেবতারা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করলেন |

প্র:- শেষ পর্যন্ত যুদ্ধে জিতল কে ?
উ:- শেষ পর্যন্ত যুদ্ধে মহিষাসুর জিতল |

প্র:-কে কাঁদের স্বর্গ থেকে তাড়িয়ে দিল এবং স্বর্গ দখল করে নিল ?
উ:- মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিল এবং স্বর্গ দখল করে নিল |

প্র:- স্বর্গের রাজা কে ছিল ?
উ:- স্বর্গের রাজা ছিলেন ইন্দ্রদেব |

প্র:- কে দেবরাজ ইন্দ্রের সিংহাসনে কে বসে পড়ল? এবং সে কি বলল?
উ:- মহিষাসুর দেবরাজ ইন্দ্রের সিংহাসনে বসে পড়ল এবং সে বলল ‘এখন আমিই স্বর্গের রাজা’|

প্র:- যুদ্ধে হেরে গিয়ে দেবতারা কাকে সঙ্গে নিয়ে কাঁদের কাছে গেলেন এবং কি বললেন ?
উ:- যুদ্ধে হেরে গিয়ে দেবতারা ব্রম্হাকে সঙ্গে নিয়ে মহাদেব আর বিষ্ণুর কাছে গেলেন এবং বললেন হে পভু মহিষাসুর ত আমাদের বড় দুর্দশা করেছে, যুদ্ধে হারিয়ে স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে, এখন আপনারা যদি আমাদের রক্ষা না করেন তবে আমাদের উপায় কী হবে?
  
প্র;- মহিষাসুরের অত্যাচারের কথা শুনে শিব ও বিষ্ণুর কি হলো ?
উ:- মহিষাসুরের অত্যাচারের কথা শুনে শিব ও বিষ্ণুর বড়ই রাগ হল|

প্র:- সেই রাগে তাঁদের শরীর থেকে কি বেরতে লাগল ?
উ:- সেই রেগে দেবতাদের শরীর থেকে ভয়ানক এক তেজ বেরোতে লাগল|

প্র:- মা দুর্গার সৃষ্টি কি করে হয়ে ছিল?
উ:- মহিষাসুরের অত্যাচারের কথা শুনে সমস্ত দেবতাদের শরীর থেকে ভয়ানক তেজ বেরোতে লাগল, মনে হল যেন একটা আগুনের পর্বত সকলের সামনে এসে দাঁড়িয়েছে, দেখতে দেখতে সে তেজ জমাট বেঁধে একজন দেবীর মতো হয়ে গেল, এই ভাবেই দেবী দুর্গার সৃষ্টি হয়েছিলো|

প্র:- মা দূর্গা কে দেবতারা কি কি দিলেন ?
উ:- মা দূর্গাকে দেবতারা সকলে মিলে অস্ত্র, বস্ত্র, অলংকার এবং সিংহ দিলেন |

প্র:- কে মা দূর্গা কে সিংহ দিলেন ?
উ:- হিমালয় পর্বত বিশাল এক সিংহ এনে তাঁর বাহন করে দিলেন |

প্র:- মা দূর্গা যখন দশহাতে দশরকম অস্ত্র নিয়ে, সিংহের পিঠে চড়ে যখন গর্জন করলেন তখন কি  কেঁপে উঠল ?
উ:- মা দূর্গা যখন দশহাতে দশরকম অস্ত্র নিয়ে, সিংহের পিঠে চড়ে যখন গর্জন করলেন তখন আকাশ-বাতাস  কেঁপে উঠল|

প্র;- সেই গর্জন শুনে কারা ছুটে এসেছিল ?
উ:- সেই গর্জন শুনে অসুরেরা ছুটে এসেছিল |

প্র:- মহিষাসুরের সেনাপতিদের নাম কি ছিল ?
উ:- মহিষাসুরের সেনাপতিদের নাম ছিল চিকুর, চামর, মহাহনু এবং বিড়ালাক্ষ |

প্র;- মহিষাসুর দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করার সময় কি কি রূপ ধারণ করে ছিলেন?
উ:- মহিষাসুর দেবী দুর্গার সঙ্গে যুদ্ধ করার সময় কখনও সিংহ, হাতি বা মহিষের রূপ ধারণ করেছিলেন|

প্র:- মহিষাসুর ও দেবীর যুদ্ধে কে জিতেছিলেন ?
উ:- মহিষাসুর ও দেবীর যুদ্ধে মহিষাসুর জমিতেছিলেন|

প্র:- দেবী কি দিয়ে মহিষাসুরের মাথা কেটে ফেললেন ?
উ:- দেবী মা দূর্গা খড়গ দিয়ে মহিষাসুরের মাথা কেটে ফেলেছিলেন|

প্র:- মহিষাসুর বধের পর দেব্তাদের কি হল ?
উ:- মহিষাসুর বধের পর দেবতাদের খুব আনন্দ হল|

প্র:- মহিষাসুর বধের পর দেবতারা দেবীকে কি করলেন ?
উ:- মহিষাসুর বধের প্র দেবতারা দেবীকে প্রনাম করলেন|

প্র:- মহিষাসুর বধের পর দেবী দেবতাদের কি বললেন ?
উ:- মহিষাসুর বধের পর দেবী দেবতাদের বললেন তোমরা কী বর চাও?

প্র:- এই গল্প টি কার লেখা ?
উ:- এই গল্পটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা |

প্র:- লেখকের জন্ম কোথায় ?
উ:- লেখকের জন্ম বাংলাদেশের ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামে|

প্র:- লেখক কোন পত্রিকা প্রথম বের করেছিলেন ?
উ:- লেখক সন্দেশ পত্রিকা প্রথম বের করেছিলেন|

প্র:- লেখকের লেখা আর কয়েকটি বই এর নাম কর ?
উ:- লেখকের লেখা কয়েকটি বইএর নাম হল ছেলেদের রামাযণ, ছেলেদের মহাভারত, সেকালের কথা, টুনটুনির বই এবং পুরানের গল্প ইত্যাদি|

প্র;- এই গল্পটি লেখকের লেখা কোন বই থেকে নেওয়া হয়েছিল?
উ:- এই গল্পটি লেখেকের লেখা পুরাণের গল্প থেকে নেওয়া হয়েছে|

মুখে মুখে বল:
প্র:- এটি কীরকমের গল্প - উ:- এটি একটি পুরাণের গল্প 
প্র:- গল্পটি কে লিখেছেন ?- উ:- গল্পটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লিখেছেন |
প্র:- দুর্গার বাহন কে ?- উ:- দুর্গার বাহন সিংহ |
প্র:- এই গল্পে দেবীর মূর্তি কি তুমি দেখছ ?- উ:-এই গল্পে দেবীর মূর্তি আমি দেখেছি|
প্র:-  দেখে থাকলে তাঁর নাম কী ?- উ:- এই গল্পে যে দেবীর কথা বলা হয়েছে তাঁর নাম মা দূর্গা |



No comments:

Post a Comment